গরম দুধে ঝলসে শিশুর মৃত্যু

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১০:৪১ | আপডেট: ০৩ মার্চ ২০২১, ১১:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

খেলতে গিয়ে গরম দুধে পড়ে ঝলসে যায় শিশু রুদ্রনীল ঘোষ (৫)। চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থাকার পর মঙ্গলবার শিশুটি মারা গেছে।

রুদ্রনীল ঘোষ মধুপুর পৌর শহরের ঘোষ পল্লীর প্রকাশ ঘোষের ছেলে।

গত শনিবার বড় ভাই ইন্দ্রনীলের (৭) সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ দই তৈরির গরম দুধে পড়ে ঝলসে যায় শিশুটি। 

শিশুটির চাচা হারাধন ঘোষ জানান, দগ্ধ শিশু রুদ্রনীল ঘোষকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়। ৫২ শতাংশ দগ্ধ শরীরে রুদ্র ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যায় থাকাবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়।

(ঢাকাটাইমস/৩মার্চ/কেআর)