যশোরে থ্রি হুইলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৪:৫৫ | প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৪:১৫

যশোর-নড়াইল মহাসড়কে নূড়িতলা এলাকায় থ্রি হুইলারের (সিএনজি) ধাক্কায় সুজন হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ কয়েকজন যাত্রী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন যশোর সদর উপজেলার চাঁন পাড়া গ্রামের কুদ্দুস জোয়াদ্দারের ছেলে।

পুলিশ জানায়, সুজন একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনি মোটরসাইকেলে করে হামিদপুর ময়লাখানার বিপরীতে তার নিজের মোটরসাইকেলের গ্যারেজে যাচ্ছিলেন। পথে নূড়িতলা এলাকায় পৌঁছালে ইজিবাইক ওভারটেক করে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলার (সিএনজি) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সুজন গুরুতর আহত হয় এবং সিএনজি চালকসহ সিএনজিতে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। এসময় স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক আব্দুর রশীদ সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠান।

চিকিৎসক আব্দুর রশীদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুজন নামে ওই লোকের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার চাঁনপাড়া ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় সিএনজি ও মোটরসাইকেলটি আটক আছে।

(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :