ভৈরবে পুলিশ কর্মকর্তার পরিবারের টাকা-স্বর্ণালঙ্কার ছিনতাই

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৫:৩৩ | আপডেট: ০৩ মার্চ ২০২১, ১৫:৫৮

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রায়হানসহ তার পরিবার ছিনতাইকারীর কবলে পড়েছে। বুধবার সকাল ৬টার দিকে শহরের পৌর কবরস্থানসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

এসময় তাদের থেকে নগদ ২০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, চারটি অ্যানড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা।

ছিনতাইকারীর কবলে পড়া ওই এসআই চট্টগ্রাম বিভাগে কর্মরত আছেন। ছুটিতে নিজ বাড়িতে আসেন তিনি।

এসআই রায়হান জানান, ছুটিতে বাড়িতে এসে মা ও ভাগিনাকে নিয়ে সকালে ট্রেনে করে ঢাকা যাবার উদ্দেশে ভৈরব রেল-স্টেশনে যাচ্ছিলেন তিনি। পথে পৌর কবরস্থান সংলগ্ন স্থানে ৫-৬ জন ছিনতাইকারী পিস্তল আর ছুরি দেখিয়ে তাদের চারটি মোবাইল, নগদ ২০ হাজার টাকা আর দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ সব ছিনিয়ে নিয়ে যায়। তবে কেউ আহত হয়নি বলে জানান তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, রেলওয়ে স্টেশন এলাকায় যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তা শুনেছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)