পুঁজিবাজারে সব সূচকের পতন

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৫:৪৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও দিন শেষে সবগুলো সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন করেছে ৭৭৫ কোটি টাকা। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৬টি ও অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গতকাল মঙ্গলবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৬৪৪ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টি কোম্পানির। দর কমেছে ৯৬টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৮৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯২ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯২৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৬০১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৮৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে। সিএসআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫ পয়েন্টে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এসআই/জেবি)