ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকা

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৫:৫৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি ২৫ লাখ ৭৫ হাজার ৬০১টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ১৯ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটি ছয় কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

আইডিএলসি লিমিটেড ছয় কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি এক কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকার লেনদেন করে।

এছাড়াও আমান কটন ফেব্রিক্স লিমিটেড ছয় লাখ টাকার, বিবিএস ক্যাবলস লিমিটেড ১১ লাখ ৮৯ হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেড ৭৬ লাখ তিন হাজার টাকার, জিপিএইচ ইস্পাত লিমিটেড ১৫  লাখ ৩০ হাজার টাকার, ইনটেচ লিমিটেড পাঁচ লাখ ১১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড ৯৫ লাখ ৭৫ হাজার টাকার, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেড আট লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ১৭ লাখ ৮০ হাজার টাকার, মালেক ইস্পিনিং মিলস লিমিটেড পাঁচ লাখ ৫৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৮ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড ৬৫ লাখ ৭৮ হাজার টাকার, রবি আজিয়াটা লিমিটেড ছয় লাখ তিন হাজার টাকার, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ২৬ লাখ ৩৯ হাজার টাকার, এবং ইস্টাইলক্রাফট লিমিটেডের এক কোটি পাঁচ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এসআই/জেবি)