চট্টগ্রামে ইটভাটার মালিক-শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৮:২৩

চট্টগ্রামের রাউজান উপজেলা ইট প্রস্তুতকারী মালিক ও শ্রমিকদের উদ্যোগে সড়ক অবরোধ করে মানববন্ধন-বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা থেকে জলিল নগর বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী দীর্ঘ দু কিলোমিটার জুড়ে এ মানববন্ধন হয়।

এসময় ২০ মিনিট সড়ক অবরোধ ও মুন্সিরঘাটা থেকে রাস বিহারী ধাম গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ নেন ৫১টি ইটভাটার কয়েকশ মালিক ও কয়েক হাজার শ্রমিক।

এই মানববন্ধনের নেতৃত্ব দেন অনুষ্ঠানের সমন্বয়ক সংগঠক সুমন দে। এসময় শ্রমিকরা সংবাদ মাধ্যমকে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমরা আজ সংসারের ভরণপোষণ নিয়ে চিন্তিত। কিভাবে আমরা নিজে খাব, পিতা-মাতা, ছেলে, সন্তানকে খাওয়াব, সংসার চালাব, ভবিষ্যত কি হবে তা বুঝে পাচ্ছিনা।’

মালিক সমিতির কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, ডাক্তার সুজিত দত্ত, আজিজুল হক, ইউনুচ, সৈয়দ হোসেন, এস এম শহিদুল্লাহ রনি, মুহাম্মদ সোহেল প্রমুখ।

তারা বলেন, ‘ইটভাটায় দৈনিক ও মাসিক মজুরিতে চালক ও হেলপার শ্রমিক, রঙ মিস্ত্রি শ্রমিকসহ আরো বিবিধখাতে কাজ করছে এক লাখারও বেশি লোক। চট্টগ্রামে সর্বমোট ২৮০টিরও বেশি ইটভাটা রয়েছে। যার মাধ্যমে অর্থ উপার্জনে পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো আহার তুলে দিচ্ছে প্রায় দুই লাখ আশি হাজারেরও বেশি শ্রমিক। এরই মধ্যে পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় কিছু পরিবার আত্মহত্যার মতো পথ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন।’

বক্তারা আরো বলেন, ‘একটি ইটভাটা চালু করতে প্রতিবছর দেড় কোটি টাকা শ্রমিকদের অগ্রিম পরিশোধ করতে হয়। এজন্য নিতে হয় ব্যাংক থেকে ঋণ। তাছাড়া চট্টগ্রামের ২৮০টি ইটভাটা প্রতিবছর ১২ কোটি ৬০ লাখ টাকার কর দিয়ে থাকে ।’

(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :