আলফাডাঙ্গায় মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৯:৪৩

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস অভিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পানাইল গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

৪ নম্বর টগরবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা মৎস কর্মকর্তা রাজিব রায়, জেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ তপু। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এলসিএস দলনেতা সৈয়দ তমাল আলী।

প্রকল্পটির মোট আয়তন ১ দশমিক ২০ হেক্টর, বরাদ্দকৃত টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার টাকা। পুকুরটি খনন হলে ১০ জন ব্যক্তি সুফল ভোগ করতে পারবেন।

(ঢাকাটাইমস/৩মার্চ/কেএম)