দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ২০:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রত্নতত্ত্ব ও বস্ত্র অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তা প্রেষণে নিয়োগ পেয়েছেন। একই পদমর্যাদার আরেক কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ এবং জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. নাজমা নাহার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব মো. মিজান উল আলমকে সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. সানোয়ার হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/এএ/জেবি)