বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উদযাপন বাস্তবায়ন কমিটিতে পাঁচ উপসচিবকে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ২০:২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিতে উপসচিব পদমর‌্যাদার পাঁচজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে এই পাঁচ উপসচিব সাময়িকভাবে সংযুক্ত থাকবেন। তারা হলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জীব কুমার দেবনাথ, সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবুল কালাম তালুকদার, অভ্যন্তরীণ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়েরুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নূরুল হাফিজ এবং অর্থনৈতিক সম্পদ বিভাগের উপসচিব আব্দুল কাদির।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা আগামীকাল বৃহস্পতিবার আব্যশিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগে যোগ দেবেন এবং সাময়িক সংযুক্তির মেয়াদ শেষে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন।

(ঢাকাটাইমস/০৩ মার্চ/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :