তাড়াশে ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ২০:২৮

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননকালে মাটি বহনকারী ড্রামট্রাকের ধাক্কায় অপর মাটি বহনকারী ট্রাক্টর চালক অজ্ঞাত (৩২) নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ট্রাক্টর চালকের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, উপজেলার আড়ংগাইল গ্রামের হোসেন আলীর প্রায় ৭ বিঘা ফলি জমি লিজ নিয়ে একই গ্রামে জানমাহমুদ পুকুর খনন করছেন। পুকুর খনন করতে মাটি বহনকারী ড্রামট্রাক পুকুরের মধ্যে মাটি নিয়ে ঘোরাতে গিয়ে পেছনে থাকা আরেকটি মাটি বহনকারী ট্রাক্টর (রাশিয়ান) গাড়ি ধাক্কা দিলে পুকুরে মধ্যে পড়ে গিয়ে চাপা লেগে মারা যায়।

এ সময় পুকুরের লিজ মালিক জান মাহমুদ ও অন্য গাড়ি চালকরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে মরদেহটি গাড়ি চাপায় আটকে থাকে।

তাড়াশ ওসি মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :