গুণীজনদের জীবনী নিয়ে ‘ড্রিম জার্নি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১০:০৩

দেশের গুণীজনদের জীবনী নিয়ে নিয়মিত আয়োজন ‘ড্রিম জার্নি’। সংগীত প্রতিষ্ঠান গানের ডালির ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হয় প্রতি রোববার রাত ৯টায়। উপস্থাপনায় থাকেন কবি রেজাউদ্দিন স্টালিন।

সম্প্রতি এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ প্রমুখ। এবারের পর্বের অতিথি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। এটি প্রচারিত হবে ৭ মার্চ রাত ৯টায়।

অধ্যাপক শামসুজ্জামান খানের জন্ম মানিকগঞ্জ জেলার চারিগ্রামে (২৯ ডিসেম্বর ১৯৪০)। শিক্ষা : ঢাকা বিশ্বিবিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১৯৬২ ও স্নাতকোত্তর ১৯৬৩। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

এর মধ্যে উল্লেখযোগ্য ফোকলোর চর্চা, বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও বর্তমান বাংলাদেশ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও অন্যান্য প্রসঙ্গ, মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল, বাঙালির বহুত্ববাদী লোকমনীষা, মীর মশাররফ হোসেন : নতুন তথ্যে নতুন ভাষ্যে, সৃজনভুবনের আলোকিত মানুষেরা, রঙ্গরসের গল্পসমগ্র, কিশোর রচনাসমগ্র, বাংলাদেশের উৎসব, বাংলা সন ও পঞ্জিকা, ফোকলোর চিন্তা ইত্যাদি।

শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের সূচনা। বিভিন্ন সময় মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ, ঢাকা জগন্নাথ কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্বিবিদ্যালয় ও জাতীয় বিশ্বিবিদ্যালযয়ে অধ্যাপনা করেন।

তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১), একুশে পদক (২০০৯) ও ২০১৭ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি ইসলামি বিশ্বিবিদ্যালয় কুষ্টিয়ার বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

(ঢাকাটাইমস/৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :