দুই অধিনায়কেরই মাইলফলক ম্যাচ, ব্যাটে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১০:০১

ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করছে ইংলান্ড৷ সিরিজের শেষ টেস্ট দুই দলের অধিনায়কের কাছেই মাইলফলক ম্যাচ৷

ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্টে দেশকে নেতৃত্বে দেওয়ার ধোনির রেকর্ড স্পর্শ করলেন ক্যাপ্টেন কোহলি৷ এই টেস্টের আগে পর্যন্ত ভারতকে সর্বাধিক ৬০টি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল ধোনির দখলে৷ সাত বছরের ক্যাপ্টেন্সি কেরিয়ারে এই রেকর্ড গড়েছিলেন ধোনি৷ বৃহস্পতিবার সেই রেকর্ডে ভাগ বসালেন কোহলি৷

ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুটের সামনেও এটি মাইলস্টোন টেস্ট৷ দেশকে ৫০তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন রুট৷ মাইলস্টোন টেস্ট

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক৷

টস জিতে রুট বলেন, ‘আমরা প্রথম ইনিংসের সুবিধা তুলতে চাই৷ একটা সময় পর পিচে স্পিন হবে৷ সিরিজে আমাদের পারফরম্যান্সে আপ-ডাউন রয়েছে৷ আশা করি এখানে আমরা সেরাটা দিতে পারব।'

সিরিজের শেষ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছে ইংল্যান্ড৷ জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে দলে নিয়েছেন ড্যান লরেন্স ও ডম বেসকে৷

ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আমরাও টস জিতে প্রথমে ব্যাটিং নিতাম৷ প্রথমে ব্যাটিং করার জন্য দারুণ পিচ৷ তবে আমরা সেরাটা দিকে ইংল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করব৷’

ভারত এই টেস্টে একটি পরিবর্ত করেছে৷ বিয়ের জন্য এই টেস্টে খেলছেন না জআসপ্রীত বুমরাহ৷ তার পরিবর্তে দলে এসেছেন মুহাম্মদ সিরাজ৷

একনজরে ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা।

একনজরে ইংল্যান্ড একাদশ: ডম সিবলে, জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটরক্ষক), ড্যান লরেন্স, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, ডম বেস।

ঢাকাটাইমস/০৪মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :