ফোনের ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১১:০৮

চীনের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম রিয়েলমি। ক্রেতাদের কথা ভেবে প্রতিষ্ঠানটি একের পর এক নতুন ফোন আসছে। এবার আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন। মডেল রিয়েলমি মি ১০আই। গত মঙ্গলবার এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে নতুন ফোনটি বাজারে আনার বিষয়ে জানানো হয়।

যদিও আন্তর্জাতিক বাজারে এই সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছিল আগেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলাদা ভাবে এটি লঞ্চ করা হচ্ছে।

এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকার জন্য ব্যবহারকারীরা খুব ভালো এবং নিখুত ভাবে এই ফোন থেকে ছবি তুলতে পারবেন। পাশাপাশি ফোকাস আরও উন্নত হওয়ার জন্য নিখুত ভাবেও ছবি তুলতে পারবেন। ফোনটিতে ইন সেন্সর জুম টেকনোলজি সুবিধা থাকছে।

রিয়েলমি জানিয়েছে, তারা নতুন স্টেরি মোড নিয়ে কাজ করছে। এর ফলে টাইম ল্যাপ্স আরও ভালো ভাবে রেকর্ড করা যাবে। এমনকি কম আলোতেও ভালো ছবি তোলা যাবে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :