সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১১:৩৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকে এক ঘণ্টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২১৫ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২১৫ কোটিয় ২৮ লাখ ৪৪ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৬টির। কমেছে ১২০টির। অপরিবর্তিত রয়েছে ১০৬টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৪টির। কমছে ৫৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকা।

(ঢাকাটাইমস/৪মার্চ/এসআই/কেআর)