এইচ টি ইমামের প্রথম জানাজা উল্লাপাড়ায় অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:১৮ | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১১:৫৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তার মরদেহ সোনতলা সফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পৌছে।

সেখান থেকে মৃতদেহ লাশবাহী গাড়িতে উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে নেয়া হয়। সেখানে বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে তার মৃতদেহ আবার হেলিকপ্টারযোগে ঢাকায় জাতীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে মৃতদেহ বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাখা হবে। সেখান থেকে তার মৃতদেহ গুলশানের আজাদ মসজিদে নিয়ে বাদ আসর দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

এইচ টি ইমাম অনেকদিন ধরেই কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। ঢাকার সিএমএইচে তার চিকিৎসা চলছিল। বুধবার রাত সোয়া ১টায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :