শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১২:১৮

কোপা দেল রে’র সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তাই ফাইনালে ওঠা বার্সেলোনার জন্য কার্যত কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সেই কঠিন সমীকরণ মিলিয়েছে লিওনেল মেসির দল। বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে কাতালানরা। যার ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনা ফাইনালে উঠে গেছে।

কঠিন চ্যালেঞ্জের ম্যাচে দারুণ শুরু করে বার্সেলোনা৷ কিন্তু প্রথম লেগে জিতে এগিয়ে থাকায় শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে সেভিয়া। তাতে মেসি-দেম্বেলেদের কাজটা আরো কঠিন হয়ে যায়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে৷ ম্যাচের ১২ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন দেম্বেল৷

শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচটি জিতে ফাইনালে উঠতে পারতো সেভিয়া। ৭১তম মিনিটে সেভিয়া পেনাল্টি পেয়েছিল। কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ হন ওকাম্পেপাস। গোল করতে ব্যর্থ হলেও ফাইনালে ওঠার সুযোগ ছিল সেভিয়ার সামনে। কিন্তু (৯০+৪) মিনিটে জেরার্ড পিকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোল হজম করার আগে (৯০+২) মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দো।

বার্সেলোনা দ্বিতীয় গোলটি করায় হিসাব নিকাশ উল্টে যায়। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের খেলায় ম্যাচের ৯৫তম মিনিটে মার্টিন ব্রাইটওয়েথের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ১০৩তম মিনিটে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুক ডি জং। শেষমেশ জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :