এইচ টি ইমামের মৃত্যু দেশের জন‍্য অপূরণীয় ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:২৫ | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১২:৪৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তার (এইচ টি ইমামের) মৃত্যু দেশের জন‍্য অপূরণীয় এক ক্ষতি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার এক শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের অনন্য অবদানের জন‍্য দেশের জনগণ তাঁকে স্মরণ করবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন।

দেশপ্রেম, মেধা ও অনন্য প্রতিভা এবং প্রগতিশীল চিন্তার জন্য নিজেকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বের আসনে অধিষ্ঠিত করেছেন তিনি। তাঁর মৃত্যু দেশের জন‍্য এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অনেকদিন ধরেই কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে তার চিকিৎসা চলছিল। বুধবার রাত সোয়া ১টায় তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৪মার্চ/এসএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :