ভূতুড়ে বিলে অতিষ্ঠ ভুরুঙ্গামারীবাসী

মুমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম
| আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৩:৪৩ | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৩:৩৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের ভূতুড়ে বিল নিয়ে গ্রাহকরা অস্বস্তিতে পড়েছেন। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ খরচ না করেও গলাকাটা বিল আসছে তাদের। এতে বিপাকে পড়েছেন উপজেলার প্রায় দেড় হাজার সেচ গ্রাহকসহ অন্যরা।

উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের শান্ত অ্যান্ড ব্রাদার্স চালকলের স্বত্বাধিকারী খাদেমুল হক বলেন, ‘জানুয়ারি মাসে ট্রান্সফরমারের সমস্যা থাকায় আমার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন ছিল। আমাকে যে বিদ্যুৎ বিল দেয়া হয়েছে সেখানে আগের ও বর্তমান রিডিংয়ের স্থানে শূন্য দেখানো হয়েছে। অথচ আমার নামে এক হাজার ২০৩ টাকার বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। এক ইউনিট বিদ্যুৎ ব্যবহার না করেও আমাকে এখন এই টাকা পরিশোধ করতে হবে।’

ওই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের কৃষক সাইফুর রহমান জানান, জানুয়ারি মাসের বিল সিটে তার নিজের সেচ যন্ত্রের অনুকূলে প্রায় ছয় হাজার ইউনিট অতিরিক্ত যোগ করে ২২ হাজার ৯৩৫ টাকার বিল করা হয়েছে যা ব্যবহৃত ইউনিটের চেয়ে ১৩৩ গুণ বেশি।

আন্ধারীঝাড়ের খামার বেলদহ গ্রামের গ্রাহক শাহ আলম বলেন, ‘আমাকে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল দেয়া হয়েছে ১৮ হাজার ৯৫৯ টাকা। আমরা সাধারণ মানুষ এত টাকা কীভাবে পরিশোধ করব ভেবে পাচ্ছি না।’

অন্যদিকে গ্রাহক আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘বিল সংশোধনের জন্য সব কাজকর্ম ফেলে ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়া বিলের অতিরিক্ত টাকা অসাদু কর্মকর্তারা তাদের পকেটস্থ করছেন। ভূতুড়ে বিল তৈরি করা পল্লী বিদ্যুৎ অফিসের স্বভাবে পরিণত হয়েছে।’

তবে ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওসার আলী জানান, অতিরিক্ত বিদ্যুৎগুলো অনাকাঙ্খিত ভুল থেকেই হতে পারে। যেসব গ্রাহকের ত্রুটি হয়েছে সেগুলো সংশোধন করে দেয়া হয়েছে। বিদ্যুৎ বিল সফটওয়ারের মাধ্যমে দেয়া হয়ে থাকে। ফলে অর্থ পকেটস্থ করার বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন।

এদিকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্বদেশ কুমার বলেন, ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল দেবার বিষয়ে অ্যাভেলেভেল অভিযোগ আমার কাছে আসেনি। মিটার একটি যন্ত্র সেখানেও ত্রুটি হতে পারে। এছাড়াও অনেক সময় চোখের দেখারও ভুল থেকে এমনটি হতে পারে। যে দু-একটি ভুল হয়েছে সেগুলো আমরা ঠিক করে দিয়েছি।’

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :