২০২৩ সাল পর্যন্ত খেলে যেতে পারি: বুফন

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১৫:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন ২০২৩ সালের জুন পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন। তবে, মন চাইলে এর আগেও গ্লাভস জোড়া তুলে রাখতে পারেন।

৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষকের সাথে তুরিনের ক্লাবটির চুক্তি চলতি মৌসুমের পরেই শেষ হয়ে যাচ্ছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমার দিকে তাকালে দেখতে পাবেন এখানে সর্বোচ্চ একটি সময় বেঁধে দেয়া আছে যা ২০২৩ সালের জুনে শেষ হবে। সত্যিকার অর্থে এটাই সর্বোচ্চ। তবে এমনও হতে পারে চার মাসের মধ্যেই আমি খেলা শেষ করে দিতে পারি।’

২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য বুফন জুভেন্টাসের হয়ে ১০টি সিরি-এ শিরোপা জিতেছেন। এর আগে ২০১৭ সালে তিনি বলেছিলেন ২০১৮ সালে হয়ত অবসর গ্রহণ করতে পারেন। কিন্তু ওই বছর জুভেন্টাসে ফিরে আসার আগে তিনি এক বছরের জন্য পিএজিতে খেলেছিলেন। এ বছর সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। তার স্থানে জুভেন্টাসের এক নম্বর গোলরক্ষক হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ওজিচে সিজিসনি।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)