ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার হুমকি, দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৬:১৭

ক্রাইস্ট চার্চের দুই মসজিদে অনলাইনে হামলার হুমকি প্রদানের অভিযোগে নিউজিল্যান্ডের পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড শহরের পুলিশের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ হামলার দ্বিবর্ষ পূর্তি সামনে রেখে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

দুই বছর আগে ক্রাইস্ট চার্চ শহরের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর হামলায় ৫১জন মুসল্লি নিহত হয়। এই ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়।

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি পুলিশের জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, এই ধরণের সকল হুমকিকে ( মসজিদে হামলা) আমরা শক্তভাবে নিয়েছি। আমরা মুসলিম কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। কোনো ঘৃণার বার্তা কিংবা কোনো ব্যক্তি আমাদের কমিউনিটির ক্ষতি করবে আমরা সেটা সহ্য করবো না। এটা কিউইদের বৈশিষ্ট্য না।

জন প্রাইস আরও বলেন, আটক দুইজনকে কাস্টডিতে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক দুইজনের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি এবং পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

২০১৯ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ান নাগরিক ব্যান্টন ট্যারান্ট ক্রাইস্ট চার্চ শহরের দুটি মসজিদে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। লিনউড ও আল নূর মসজিদে ওই হামলায় নারী, শিশুসহ ৫১জন নিহত হয়। হামলার ভিডিও সে ফেসবুকে লাইভ প্রচার করে। গত বছর নিউজিল্যান্ডের আদালত স্বঘোষিত শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্র্যান্টন ট্যারান্টকে কোনো প্যারোল সুবিধা ছাড়াই আজীবন কারাদণ্ড দেয়।

(ঢাকাটাইমস/০৪মার্চ/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :