‘জিয়াউর রহমানকে অস্বীকার করার অবকাশ নেই’

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:২৪ | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৭:২৩

‘৭ মার্চ হলো ইতিহাসের একটি পাতা, তাকে অস্বীকার করার মতো কোন অবকাশ নেই। তেমনি স্বাধীনতার ঘোষক মরহুর রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান। এ কে খন্দকার তার বইয়ে কিংবা জাতীর চার নেতার একজন তাজ উদ্দিন উল্লেখ করেন যে, ৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা পাঠ করেন। যার পরের ইতিহাস, তারা আওয়ামী লীগ থেকে হয়েছিলেন কোনঠাসা। ইতিহাস কখনো বিকৃতি হয় না। জিয়াউর রহমানের সেই ঘোষনা শুনে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, ক্ষেত মজুর, কৃষক সাধারণ মানুষ সেই সময় সাহস পেয়েছিলেন।’ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহরের চরপাড়া আল-বারাকা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এ মন্তব্য করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করে।

বক্তারা আরো বলেন, ‘আজ সেই বীর উত্তম জিয়াউর রহমানের খেতাব তুলে দেওয়ার মতো সাহস করছেন আওয়ামী লীগের সরকার। তারা বলেন, এই খেতাব কারো দয়ার নয়, কষ্টে পাওয়া অর্জন। জিয়াউর রহমান জোড় করে ক্ষমতায় আসেননি, তাকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। জিয়াউর রহমান মাত্র তিন বছরে দেশকে এগিয়ে নিয়েছিলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিদেশে চাল রপ্তানি করেছিলেন। বিএনপি মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার পক্ষের দল।’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির সদস্য সচিব শ্যামা উবায়েত। এসময় আরও ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এমরান সালেহীন প্রিন্স, আব্দুল বাবী ড্যানি, ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ডা: লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর বিএনপির মোতাহার হোসেন তালুকদার, অ্যাড. আবুল বাসার আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলীসহ কেন্দ্রীয়, ময়মনসিংহ বিভাগীয় ও স্থানীয় নেতারা।

সঞ্চালনায় ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল আলম।

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :