করোনার হানায় স্থগিত হলো পিএসএল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৮:২৭

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ স্থগিত করা হয়েছে। নতুন করে তিনজন খেলোয়াড়ের করোনা পজিটিভের খবর শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পিএসএলে এখন পর্যন্ত মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন ক্রিকেটার।

পিসিবি জানিয়েছে, দলের মালিকদের সঙ্গে কথা বলে সকলের স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনায় নিয়ে পিএসএল স্থগিত করা হয়েছে। এখন পিসিবির লক্ষ্য পুনরায় পিসিআর টেস্টের ব্যবস্থা করা, ভ্যাকসিনের ব্যবস্থা করা ও অংশগ্রহণকারী সকল দলের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা।

এখন পর্যন্ত টুর্নামেন্টের ৩৪টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ পিএসএলে প্রথম করোনা ধরা পড়ে। করোনা পজিটিভ হন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা অস্ট্রেলিয়ান লেগস্পিনার ফাওয়াদ আহমেদ। পরের দিন দুজন ক্রিকেটার এবং একজন সাপোর্ট-স্টাফের শরীরে করোনা ধরা পড়ে।

পিএসএলের এবারের সব ম্যাচ পাকিস্তানে আয়োজন করছে পিসিবি। খেলা স্থগিত করার আগেই লাহোর লেগের ম্যাচগুলো বাতিল করে সব ম্যাচ করাচিতে আয়োজন করার কথা ভাবছিল পিসিবি।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :