দেশ এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৮:২৮
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের টানা তিন আমলে দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জিডিপি বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তবে এসময়ে দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে। আমাদের জিডিপি অনেক বেড়েছে। বিশেষ করে গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে যদিও আমাদের নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক আছে।’

গ্রাম আদালতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরও যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে উপজেলা নির্বাহীদের অবদান রাখতে হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘সমাজে অনেক ধরনের বাধা আছে এগুলোর সমাধান করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, জনবল সংকট আছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।‘

এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :