ভৈরবে বিদেশি হুইস্কি-ফেনসিডিলসহ মাদককারবারি আটক

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ১৯:১২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে ভৈরবে ২৩ বোতল বিদেশি হুইস্কি, ২৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনকারী প্রাইভেটকারসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরবের নাটালমোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে শরিফুল আহমেদ নামে ওই কারবারিকে আটক করা হয়। তিনি উপজেলার কালিপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বুধবার রাতের দিকে গোপণ সংবাদে তারা জানতে পারেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে করে মাদকদ্রব্যের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পরে তাদের একটি আভিযানিক দল ভৈরব থানাধীন উত্তর ভৈরবপুরে নাটালমোড়ের ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালায়। এসময় ওই কারবারিকে আটক এবং ২৩ বোতল বিদেশি হুইস্কি, ২৫ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/পিএল)