সাতক্ষীরায় প্রাইভেটকার নদীতে, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:০১ | প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ২১:২০

সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আরাফাত মোল্লা (২২) নামে এক যুবক নিহত হন। হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত ইব্রাহিম আরও এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারটির আরও তিন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত মোল্লা ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলীর নুরুল হক মোল্লার ছেলে এবং একই গ্রামের বাবুর পুত্র ইব্রাহিম হোসেন।

এছাড়া আহতরা হলেন, একই গ্রামের নুরুল হুদার ছেলে ইমাম হাসান (২৩), আবুল বাশারের ছেলে সাইফুল্লাহ (২৪) ও নূর হোসেনের ছেলে রবিউল ইসলাম।

পারিবারিক সূত্র জানায়, বিকালে খেলাধুলা শেষে আরাফাত মোল্লা নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। পথে শওকত নগরে প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চুনা নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় এগিয়ে এসে তাদের উদ্ধার করে। তবে, ঘটনাস্থলেই চালক আরাফাত মোল্লার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে আনার আগেই আরাফাত মোল্লার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর ইব্রাহিমের মৃত্যু হয়। ইমাম হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল স্থানান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :