তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার মেলা

প্রকাশ | ০৫ মার্চ ২০২১, ১৭:০৮ | আপডেট: ০৫ মার্চ ২০২১, ১৭:৩৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
ছবিতে বাঁ থেকে কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, অদিতি মুন্সী, লাভলি মৈত্র, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।

প্রত্যাশা মতোই এক ঝাঁক তারকা প্রার্থীকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটযুদ্ধে নামিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাহাড়ের তিনটি আসন ছেড়ে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেখানে রয়েছে বেশ কয়েকজন তারকার নাম। বাদ যায়নি খেলোয়াড়ও।

ঘোষিত প্রার্থী তালিকা থেকে দেখা গেছে, কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়, উত্তরপাড়ায় প্রার্থী হচ্ছেন কাঞ্চন মল্লিক, ব্যারাকপুরের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সী দাঁড়াচ্ছেন রাজারহাট-গোপালপুর থেকে। আসানসোল দক্ষিণের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ, মেদিনীপুরে প্রার্থী হচ্ছেন জুন মালিয়া, বাঁকুড়ায় দাঁড়াচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বারাসাতে এবারও প্রার্থী হচ্ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী।

এছাড়া সোনাপুরে লাভলি মৈত্র, উলুবেরিয়া উত্তরে প্রার্থী হচ্ছেন বিদেশ বোস, সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে, ক্রিকেটার মনোজ তিওয়ারি দাঁড়াচ্ছেন শিবপুর থেকে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সবারই প্রতিক্রিয়া, ‘ভালো লাগছে এত বড় একটা দায়িত্ব পেয়ে। দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব।’ তবে এবার তৃণমূলের টিকিট পাননি অভিনেত্রী দেবশ্রী রায়।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তীরা। এর আগে বর্ষীয়ান অভিনেতা দীপংকর দে, ভরত কল, সৌরভ দাস, পিয়া সেনগুপ্ত, কৌশানী, ‘বাহামণি’ খ্যাত রণিতা, সৌপ্তিক, ‘জলনূপুর’ খ্যাত লাভলিসহ একঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দেন।

এর বিপরীতে টলিউড তারকাদের দলে ভেড়াতে ঝাঁপিয়েছে বিজেপিও। সম্প্রতি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই পদ্ম পতাকা হাতে তোলেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, কৌশিক রায়সহ বেশ কয়েকজন।

ঢাকাটাইমস/০৫মার্চ/এএইচ