মাদক মামলায় অভিযুক্ত রিয়াসহ ৩৩ জন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১০:৪৪

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলার চার্জশিট জমা দিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার মাদক আইন বিষয়ক আদালতে এই চার্জশিট জমা দেয় সংস্থাটি। সেখানে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীসহ ৩৩ জনের নাম রয়েছে।

শুক্রবার আদালতে চার্জশিট জমা দেন খোদ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান সমীর ওয়াংখেরে। ১২ হাজারেরও বেশি পাতার ওই চার্জশিটে ২০০ জন সাক্ষীর বয়ান লেখা হয়েছে।

গত বছরের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। এই মৃত্যু মামলার তদন্তে নেমে মাদকের যোগ পায় মুম্বাই পুলিশ। এরপর গত আগস্ট মাস থেকে এই বিষয়টি নিয়ে আলাদা ভাবে তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেপ্তার করা হয় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।

পরবর্তীতে সেই জল গড়ায় বলিউড পর্যন্ত। এনসিবির নজরে চলে আসেন একাধিক বলিউড তারকা। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালেরও বয়ান রেকর্ড করে এনসিবি। তদন্ত শুরুর প্রায় সাত মাস পরে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো চার্জশিট পেশ করল আদালতে।

এই মামলায় এক মাসের বেশি সময় কারাবন্দি ছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া। এনসিবির কর্তারা জানান, ‘অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এই অভিনেত্রীর বাড়ি থেকে। কেবল রিয়া নন, তার ভাই শৌভিকও তিন মাস জেলে ছিলেন। অভিযোগ ছিল, তিনি সুশান্তকে মাদক সরবরাহ করতেন।

ঢাকাটাইমস/০৬মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :