স্যামসাংয়ের নতুন ৫জি ফোন

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ১২:০১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

গ্যালাক্সি সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৫২ ৫জি। ৫ জি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। 

ক্রেতাদের আকর্ষণের জন্য কালো রঙে এই মডেল নিয়ে আসা হবে।

ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ক্রমেই বেড়েছে ৫জি প্রযুক্তি পরিষেবা। আর সেই কারণেই মনে করা হচ্ছে ৫জি প্রযুক্তির সঙ্গেই বাজারে নিয়ে আসা হবে এই ফোন।

৫জি প্রযুক্তি সমৃদ্ধ ফোন ব্যবহারের ফলে আরও দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। 

স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি মডেলে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে। সঙ্গে থাকবে গরিলা গ্লাস প্রটেকশন।  এতে কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। 

(ঢাকাটাইমস/৬মার্চ/এজেড)