আস্থাভোট শনিবার

বিরোধী আসনে বসব তবু মাথা নত করব না: ইমরান

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ১২:৩৬ | আপডেট: ০৬ মার্চ ২০২১, ১২:৪২

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজনীতি এক নাটকীয় মোড় নিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস ধরে সরকার পতন চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই আন্দোলনে তারা সফল হয়নি এখনও। তবে আজ শনিবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এক আস্থা ভোট হবে। সেখানে হেরে গেলে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হতে পারে ইমরান খানকে।

তবে আস্থাভোটে ভয় পান না জানিয়ে স্পষ্টভাবে ইমরান খান বলেছেন, ভোটে হেরে গেলে মন্ত্রিত্ব ছেড়ে বিরোধী আসনে বসবো। তবু দুর্নীতির কাছে মাথা নত করবো না। রোজগারের জন্য রাজনীতিতে আসিনি। খবর ডনের।

শনিবার স্থানীয় সময় দুপুরে পার্লামেন্টে এই আস্থাভোট অনুষ্ঠিত হবে। এর একদিন আগে প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে বৈঠকে দলের ১৭৯ সাংসদের মধ্যে ১৭৫ জন প্রধানমন্ত্রীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবারের ভাষণে ইমরান খান বলেন, অনেকে ভেবেছেন, আস্থাভোটের হুমকি দিলে অনেকের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলছে তা বন্ধ হয়ে যাবে। শনিবার আস্থা ভোট হবে। দলের সদস্যরা ভোট দিন। একবার বলুন আমার উপরে আস্থা নেই। বিরোধী আসনে বসব।

সংসদের উচ্চকক্ষে হারার পর নিম্নকক্ষে নিজের শক্তি যাচাই করে নিতে চাইছেন ইমরান খান। উচ্চকক্ষের ভোটাভুটিতে অর্থমন্ত্রী আব্দুল হাফিজ পেয়েছেন ১৬৪ ভোট। ইউসুফ রাজা গিলানি পেয়েছেন ১৬৯ ভোট। এবার উচ্চকক্ষের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে ভোট হবে ১২ মার্চ। তার আগেই নিম্নকক্ষে আস্থা ভোটের সামনে ইমরান খান।

ঢাকাটাইমস/০৬মার্চ/একে