‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে পদক্ষেপ নেয়া হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৩:৩২ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১২:৩৯
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন নয় বরং ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত শুক্রবার বিকালে কসবার পানিয়ারুপ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

তবে এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই মৃত্যুর সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো সংযোগ নেই।’

মন্ত্রী আরো বলেন, ‘এটা হলো ডিজিটাল যুগ। ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব বিধান রয়েছে আমাদের দণ্ডবিধিতেও সেসব আছে। টেকনিক্যাল অপরাধ ছাড়া নতুন কোনো অপরাধ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভর্তি করি না।’

(ঢাকাটাইমস/৬মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :