ইরাকের শীর্ষ শিয়া নেতার সঙ্গে পোপের বৈঠক

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ১৫:২৯ | আপডেট: ০৬ মার্চ ২০২১, ১৬:৩৬

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে বৈঠক করেছেন ইরাক সফররত রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার নাজাফে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

শুক্রবার থেকে ইরাক সফর শুরু করেছেন পোপ ফ্রান্সিস। তার এই সফর ইরাকের খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিস্তানির বাড়িতে গিয়ে তার সঙ্গে ৫৫ মিনিটের বৈঠক করেন ফ্রান্সিস। নাজাফের ওই বাড়িতে কয়েক দশক ধরে ভাড়া থাকেন সিস্তানি। ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশের শিয়াপন্থীদের কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। রাজনীতিতেও তার প্রভাব ব্যাপক।

করোনা মহামারি শুরু হওয়ার পর পোপের এটি প্রথম বিদেশ সফর। ইরাকেও এটি পোপের প্রথম সফর। পোপ তার সফরে সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তির সঙ্গে বৈঠক করে সেখানকার খ্রিস্টানদের অবস্থার কথা তুলবেন।

এই সফরে ১০ হাজার ইরাকি নিরাপত্তাবাহিনী পোপের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ইরাকের কয়েকটি গোষ্ঠী পোপের এই সফরের বিরোধিতা করেছে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/০৬মার্চ/একে