‘ভবিষ্যৎ প্রজন্ম দেশের জন্য জীবন উৎসর্গকারীদের মনে রাখবে’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৬:৩৯ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৫:৪৮

দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বলেছেন, ‘যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তাদের মনে রাখবে।’

শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সহকারী কমিশনার মহিউদ্দিন আহামেদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার ওসি আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে অনলাইনে নিবন্ধন করে ২০০ প্রতিযোগী অংশ নেন। পরে শীর্ষ ১০ জনকে পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/৬মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :