নিউজিল্যান্ডে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৭:২৪ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৬:৩৮

সুনামি সতর্কতার জারির পর নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলও নিরাপদে আছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ভূমিকম্পটি শুক্রবারের ভূমিকম্পের তুলনায় ছোট। এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের পূর্ব শহর গিসবর্নের কেন্দ্রে কারমাদেক দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় শহর গিসবোর্ন হয়ে ভূমিকম্পটি উপকূলে আঘাত হানে। স্থানীয় সময় শনিবার দুপুর সোয়া একটায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল গিসবোর্ন শহর থেকে থেকে ১৮১ কিমি উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, শনিবারের ওই ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার।

প্রথম ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করে নেয়ার কিছুক্ষণের মধ্যে শুক্রবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ফের সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান। টাইগাররা এখন রয়েছে ক্রাইস্টচার্চে। সেখান থেকে গিসবোর্নের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।’

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :