মুজিববর্ষ উপলক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৮:৩০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছে ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। শনিবার চট্টগ্রাম নগরীর মৌসুমীস্থ তথ্যমন্ত্রীর বাসভবনে এ মতবিনিময়ে অংশ নেন সংগঠনটির ২০২০-২১ কার্যকরী পরিষদের নেতারা।

এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অঙ্গীকার হোক মেধা, মনন ও সৃজনশীল চিন্তা চেতনার স্বপ্নের সোনার বাংলাদেশ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। ফলশ্রুতিতে এখন আর আমাদের অন্য দেশের দিকে সাহায্যের জন্য চেয়ে থাকতে হবেনা। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে তা বিশ্ববাসীর কাছে আজ প্রশংসিত হচ্ছে। নিজেদের সীমিত সম্পদের যথার্থ ব্যবহার এবং দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এজেন্ডা ২০৪১ (ভিশন ২০৪১) বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

এমডিজিতে বাংলাদেশ যেরূপ সাফল্য অর্জন করেছিল এসডিজি অর্জনেও যথাসময়ে কাঙ্খিত সাফল্য লাভ করবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘তরুণ ও যুবকদের সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে উদ্ভাবনী ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করা জরুরি। কেননা প্রকারান্তরে তা বেকারত্ব সমস্যা নিরসনের পাশাপাশি টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ পূরণে বিশেষভাবে সহায়ক।’

তিনি আরো বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থী, গবেষক ও বিজ্ঞানীদের আরো বেশি সময়োপযোগী বিষয়ভিত্তিক গবেষণার মাধ্যমে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গুরুত্বারোপ করতে হবে। বিশেষত, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি যাতে অঙ্কুরে বিনষ্ট না হয় সেজন্য অভিভাবক, শিক্ষক, পারিপার্শ্বিক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ সকলকে সোচ্চার থাকতে হবে।’

এই উদ্ভাবনী শক্তির যথাযথ পরিচর্যা, প্রগতিশীল চিন্তা ও মননের উৎকর্ষতা সাধনের মাধ্যমে যাতে গঠনমূলক ও সৃজনধর্মী কার্যক্রম সংগঠিত হয় সেদিকে নজর দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী।

মতবিনিময়কালে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবও উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ অন্যরা।

(ঢাকাটাইমস/৬মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :