ইরানের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার মোসাদের

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ২০:২২

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের মোকাবেলায় ব্যর্থতার কথা স্বীকার করেছে। লেবাননের দৈনিক আল-আখবার সংবাদপত্র এই খবর দিয়েছে।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, গুপ্তচর সংস্থা মোসাদ তাদের রিপোর্টে বলেছে, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় দেশের পরমাণু সমঝোতা সইয়ের সময়ের চেয়ে ইসরাইলের অবস্থা এখন অনেক খারাপ। ইরানের মোকাবেলায় তারা আসলেই পরাজিত হয়েছে।

 গুপ্তচর সংস্থাটি আরও বলেছে, মোসাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়েছে যে ইরান এই সময়ের মধ্যে সামরিক শক্তি জোরদার করেছে এবং এই অঞ্চলে নিজের প্রভাব ও অবস্থান আগের চেয়ে শক্তিশালী করেছে।

ইসরাইলি গুপ্তচরদের মতে, ইহুদিবাদী নেতাদের অযোগ্যতাই ইরানের মোকাবেলায় ইসরাইলের ব্যর্থতার কারণ। মোসাদ বলছে, এর আগে আর কখনোই এমন বাজে অবস্থায় ছিল না ইসরাইল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষকরে পরমাণু ক্ষেত্রে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কেড়ে নেয়া সম্ভব নয়।

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই)