অনুশীলনের সুযোগ সবাই কাজে লাগাচ্ছে: বাশার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ২২:০৫

গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন চলছে কোয়ারেন্টাইন পর্ব। শনিবার ছিল তামিমদের সেখানে পৌঁছানোর ১১তম দিন। শুরুতে দলের সবাই সেখানে হোটেলের রুমে বন্দি থাকলেও এখন ছোট গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটাররা লিংক গ্রিনে অনুশীলনের সুযোগ পাচ্ছে। আর সেই সুযোগ ক্রিকেটাররা ভালোভাবে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন সেখানে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

নিউজিল্যান্ডে হাবিবুল বাশার দলের সঙ্গে আছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ভিডিওতে হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া। এই সময়টা সবাই খুব ভালোভাবে ব্যবহার করছে। উইকেটের ফ্যাসিলিটি আসলে খুব চমৎকার। এখানে যেমন উইকেট পাচ্ছি বরাবর নিউজিল্যান্ডের উইকেট এমনই হয়ে থাকে। আমরা এখানে আরো কয়েকদিন অনুশীলন করার সুযোগ পাব।’

তিনি আরো বলেন, ‘আমরা একটু আগে এসে এখানে সুযোগটা ভালোভাবে ব্যবহার করতে পারছি। এখানকার কন্ডিশন আমাদের কন্ডিশনের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। এখানে এসে উইকেট ও কন্ডিশন যেমন দেখছি নিউজিল্যান্ডে তা এমনই হয়ে থাকে। দলের সবাই খুব খুশি। যেটুকু সময় তারা পাচ্ছে তা ভালোভাচ্ছে কাজে লাগাতে পারছে।’

তিনি বলেন, ‘এখানে প্রথম দুই-তিনদিন খুব কঠিন ছিল। এটা ভিন্ন একটি অভিজ্ঞতা। সবার জন্যে কঠিন ছিল। তবে, চার-পাঁচদিন পরে আমরা যখন একটু বাইরে বেরোতে পারছিলাম তখন ভালো লাগছিল। এখন আমরা যখনই যে সিরিজ খেলি আমাদের এক মাসেরও বেশি সময় বাবলের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা আমরা কোথাও যেতে পারি না। ফ্যামিলিও আসতে পারে না। এখানে বড় সুবিধাটা হচ্ছে, ১৪ দিন পরে আমরা মুক্ত। আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারব। খেলার বাইরের সময়টুকু আমরা উপভোগ করতে পারব।’

(ঢাকাটাইমস/৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :