ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ২২:১৯

ইয়েমেনের মারিব অঞ্চলে সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে অন্তত ৯০ জন নিহত হয়েছে। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এর খবরে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নিহতদের মধ্যে উভয় পক্ষের যোদ্ধা রয়েছে। সরকারি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শিয়া বিদ্রোহীরা সৌদি জোট সমর্থিত সরকারি বাহিনীর শেষ দুর্গ মারিব অঞ্চল দখল করতে গত মাসে ব্যাপক আক্রমণ শুরু করে। ২৪ ঘন্টায় তেল সমৃদ্ধ অঞ্চলটিতে দুই পক্ষের সংঘর্ষে সরকারি দলের ৩২ জন নিহত হয়। এছাড়া সৌদি জোটের বিমান হামলায় ৫৮ হুথি বিদ্রোহী নিহত হয়।

সরকারি বাহিনী জানায়, ছয়টি ফ্রন্টে এই যুদ্ধে সরকার সমর্থিত বাহিনী হুথিদের পাল্টা আক্রমণ করতে সক্ষম হয়েছে। ইরান সমর্থিত হুথিরা মারিব শহরের শুধুমাত্র উত্তরপশ্চিম কাসারা ফ্রন্টে অগ্রসর হতে সক্ষম হয়েছে।

খবরে বলা হয়, মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো সরকার সমর্থিত বাহিনীর জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে। একইসঙ্গে হাজার হাজার বেসামরিক নাগরিকের জন্যও এটি বিপর্যের কারণ হবে। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকরা মরুভূমি সংলগ্ন নির্জন ক্যাম্পে বসবাস করছে। এছাড়া, এটা সৌদি আরবের জন্য বড় ধাক্কা হবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব প্রতিনিয়ত হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার শিকার হচ্ছে।

শুক্রবারও সৌদি বিমান বাহিনী কয়েকটি ড্রোন হামলা প্রতিহতের কথা জানায়। সৌদি রাজ্যের দক্ষিণ পশ্চিমে ওই ড্রোন হামলায় ১০ বছরের এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক আহত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত সোমবার হুথি বিদ্রোহীদের প্রতি মারিব অঞ্চলে আক্রমণ বন্ধের আহ্বান জানান। এক সহায়তা সম্মেলনে অংশ নিয়ে তিনি ইয়েমেনে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন। ব্লিনকেন বলেন, শুধুমাত্র সহায়তা ইয়েমেনের সংঘাত বন্ধ করতে পারবে না। আমরা যুদ্ধ সমাপ্তের মাধ্যমে মানবিক সংকট বন্ধ করতে পারি। যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক প্রচেষ্টা সচল করছে বলেও জানান তিনি।

যুদ্ধপীড়িত ইয়েমেনের মানবিক সংকট দূর করতে জাতিসংঘ বিশ্বের ১০০টি দেশের কাছে ৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে। কিন্তু মাত্র ১.৭ বিলিয়ন ডলার সহায়তা উঠেছে। জাতিসংঘ বলছে, তাদের উল্লেখিত পরিমাণ সহায়তা না পেলে ইয়েমেনের দুর্ভিক্ষ রোধ করা সম্ভব হবে না।

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :