হামলার প্রতিবাদে তাড়াশে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ২২:৪৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তার নিয়ে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। শনিবার তাড়াশ প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন- সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা  ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা  মো. মজিবর রহমান প্রমুখ।

মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার দিঘিসগুনা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ কায়েম গং ওই গ্রামের প্রবীন মুক্তিযোদ্ধা মো. আফসার আলীকে হত্যার উদ্দেশে হামলা করে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)