টঙ্গীতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

প্রকাশ | ০৬ মার্চ ২০২১, ২২:৫০

নগর প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কারিগরি নার্সিং কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে যদি কেউ নার্সিং পেশায় আসেন তার দিয়ে রোগীর উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে।

কারণ হিসেবে তারা বলেন, কারিগরি আর নার্সিং সম্পূর্ণই আলাদা দুটি বিষয়। ফলে কারিগরি প্রশিক্ষণ নিয়ে নার্স হওয়ার কোন সুযোগ নেই।

এ সময় বক্তব্য দেন- শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)