ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ২২:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিবৃতিতে ক্যাম্পাসে অনুমতি ব্যতিত বহিরাগত প্রবেশ, বিচরণ ও অবস্থান, বাইক প্রবেশ ও খেলার মাঠে প্রবেশ এবং অন্য যে কোন ধরণের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে অংশগ্রহণকারী শ্রমিকদের প্রকৌশল অফিস হতে ইস্যুকৃত নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্যাম্পাসে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ক্যাম্পাসের ভেতরে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছি। সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় স্ব-স্ব আইডি কার্ড সাথে রাখার অনুরোধ করছি।’

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :