শিশুদের জন্য এলো ফিটনেস ব্যান্ড

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ১২:১৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শিশুদের জন্য নতুন ফিটনেস ব্যান্ড আনল ফিটবিট। মডেল ফিটবিট এইস থ্রি। ডিভাইসটি শিশুদের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। 

দুইটি রঙে এইস থ্রি মডেলটি পাওয়া যাবে। এতে রয়েছে ১.৪৭ ইঞ্চির ওলিড টাচস্ক্রিন ডিসপ্লে। রেজুলেশন ২৪০*২৪০ পিক্সেল। এতে অ্যানিমেটেড ক্লক ফেস রয়েছে। 

শিশুদের ব্যবহার উপযোগী করতে ব্যান্ডটিতে ফিজিক্যাল হোম বাটন দেয়া হয়েছে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে পেডোমিটার, স্লিপ মনিটর, স্পোর্টস মোড এবং হার্ট রেট সেন্সর। 

৭০ গ্রাম ওজনের ব্যান্ডটির স্ট্রাইপ নরম প্লাস্টিকের। এটি ৫০ মিটার পানির নিচেও কাজ করবে। 

নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিট দাবি করছে এক চার্জে ব্যান্ডটি চলবে টানা আটদিন। চার্জ দিতে লাগবে দুই ঘন্টা।

(ঢাকাটাইমস/৭মার্চ/এজেড)