খোলা চিঠিতে বিজেপিকে ধোলাই করলেন সায়নী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১২:২১

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তার পাশাপাশি এবার আরও প্রায় ডজন খানেক তারকাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছেন মমতা। এর পরই তাদের নিয়ে মিডিয়া ট্রোলিং শুরু করেছে বিজেপি নেতারা।

শুধু তাই নয়, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষও তার সহমকর্মীদের তৃণমূলের প্রার্থী হওয়া নিয়ে নানা কটাক্ষমূলক কথা বলেছেন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় লেখা একটি খোলা চিঠিতে সে সব মিডিয়া ট্রোলিং ও কটাক্ষের কড়া জবাব দিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চিঠিতে তিনি লিখেছেন, ‘ডেয়ার বিজেপি, আপনাদের এই পার্সোনাল অ্যাটাক বা স্মিয়ার ক্যাম্পেইন, ট্রোল বা মিম, আমাদের চলচ্চিত্র জগতের মানুষের কাছে নতুন নয়। চিরাচরিত এবং বাধাগত ফর্মুলা নিয়ে মানুষের মধ্যে ভ্রান্তি ছড়ানো, তাদের মনে ব্যক্তি সম্পর্কে ভুল ধারনা তৈরি করা, মেরুকরণ আপনাদের বাধাগত ছক।’

‘তবে এইটুকু মনে রাখতে হবে যে, আমরা বাংলার অনেক পুরনো সহচর। বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতিষ্ঠিত করেছে। বোঝাই যাচ্ছে আপনারা একটু অস্বস্তিতে পড়েছেন। আমাদের বিরুদ্ধাচারণ এটা আরও মানুষের কাছে পরিষ্কার করে দিচ্ছে মানুষের কাছে। আর মেয়েদের সম্মান করা আপনাদের ধাতে নেই। আর তা থাকবেই বা কেন!! আপনাদের দলের নেতাই যখন আদ্যাশক্তি, মহামায়া, দেবী দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।’

সায়নী আরও লিখেছেন, ‘আগে নিজের দলের মহিলাদের নিঃশর্তভাবে সম্মান করতে শিখুন। বেশি কথা বাড়ালে আপনারাই অস্বস্তিতে পড়বেন। এছাড়া বাংলার মানুষের মনোভাব, মুখের ভাষা বিষিয়ে দিতে আপনাদের জুড়ি মেলা ভার। ধার করতে আপনারা ওস্তাদ। তা আমাদের দলের থেকে নেতা হোক বা পরিবর্তনের স্লোগান।’ সব শেষে #গ্রোআপ বিজেপি হ্যাশট্যাগে লিখেছেন, ‘এত ভয় ভালো না বাবুমশাই।’

প্রসঙ্গত, গেল শুক্রবার সায়নী ঘোষকে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী। এদিকে একাধিক তারকা প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভের খবর মিলেছে। সায়নী ঘোষকে প্রার্থী করা নিয়েও আসানসোল দক্ষিণের তৃণমূল নেতৃত্বের মধ্যে ক্ষোভ রয়েছে বলে খবর।

ঢাকাটাইমস/০৭মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :