অশ্বিনের অনন্য রেকর্ড

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ১৩:১৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল (শনিবার) শেষ হওয়া টেস্ট সিরিজেই ৪০০টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। অশ্বিনই প্রথম ভারতীয় বোলার যিনি একাধিকবার এক সিরিজে ৩০ বা তার বেশি উইকেট নিয়েছেন।

মোতেরায় সিরিজের শেষ টেস্টে ৫ উইকেট পেয়েছিলেন অশ্বিন। ৩০তম বার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি। অশ্বিন ছাড়া বিষেণ সিংহ বেদী, কপিল দেব, ভাগবৎ চন্দ্রশেখর, হরভজন সিংহের মতো বোলাররাও এক সিরিজে ৩০ বা তার বেশি উইকেট নিয়েছেন।

চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে গতকাল (শনিবার) ইনিংস এবং ২৫ রানে ইংল্যান্ডকে হারায় ভারত। জো রুটদের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাতটা এনেছিলেন অশ্বিনই। ওপেনার জ্যাক ক্রলি, অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স এবং জ্যাক লিচের উইকেট নেন অশ্বিন।

(ঢাকাটাইমস/৭ মার্চ/এসইউএল)