জিততে সাইফদের লক্ষ্য ২৬৪ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৩:৫৭

বাংলাদেশ ইমার্জিং টিমের বিপক্ষে রবিবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করেছে সফরকারী দল আয়ারল্যান্ড উলভস। সুতরাং, জিততে হলে সাইফ হাসানদের করতে হবে ২৬৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন আয়ারল্যান্ড উলভসের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান রুহান প্রিটোরিয়াস। ওপেনিংয়ে নেমে ৯০ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আরেক ওপেনার জেমস ম্যাককোলাম। ৮ বলে ১৮ করেন গ্যারেথ ডিলানি।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম ১টি, সুমন খান ২টি, শফিকুল ইসলাম ১টি ও রাকিবুল হাসান ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দারুণ সূচনা করে আয়ারল্যান্ড। দুই ওপেনার ৮৮ রানের জুটি গড়েন। ইনিংসের ২১তম ওভারে ম্যাককোলামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সুমন খান। এরপর ৮৫ রানের জুটি গড়েন প্রিটোরিয়াস ও স্টিভেন দোহনি।

৩৮তম ওভারে দোহনি-প্রিটোরিয়ারিয়াস দুজনকেই বিদায় করেন রাকিবুল হাসান। চার নম্বরে নেমে আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টর করেন ৩১ রান। সবমিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড।

গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ালেও তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ, ম্যাচের মাঝপথে খবর আসে আয়ারল্যান্ড দলের রুহান প্রিটোরিয়াস করোনা পজিটিভ। ওই খবর আসার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে শনিবারের করোনা পরীক্ষা প্রিটোরিয়াসের রিপোর্ট নেগেটিভ এলে তাকে দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়। সেই রুহানই আজ সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

(ঢাকাটাইমস/৭ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

এই বিভাগের সব খবর

শিরোনাম :