সূচকের উত্থানে সপ্তাহের শুরু

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৫:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের বাড়লেও কমেছে সিএসইতে।

বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর ডিএসইতে কমলেও বেড়েছে সিএসইতে।ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টি ও অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার ২২৮ টাকা, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির। দর কমেছে ৮১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৮৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৫৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২০৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭৭৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫০৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২২পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে। সিএসআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮ পয়েন্টে।

(ঢাকাটাইমস/৭মার্চ/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :