মশা নিয়ন্ত্রণে ফের অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি

প্রকাশ | ০৭ মার্চ ২০২১, ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে মশার উপদ্রব কমাতে আগামীকাল সোমবার থেকে আবারো অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে মাত্রাতিরিক্ত পরিমাণ বেড়েছে কিউলেক্স মশা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। নাগরিকদের মশার উপদ্রব থেকে রক্ষায় এ অভিযান চালাবে ডিএনসিসি।

রবিবার বিকালে ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আগামীকাল সকাল সাড়ে ৭টায় পল্লবীর সাগুফতা খাল এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে এই অভিযান শুরু হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মশক দমনে উত্তর সিটির একটি অভিযান শেষ  হয়েছে। অভিযানে করপোরেশনের ১০টি অঞ্চলের ৪৪ হাজার ৯৬৮টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা পরিদর্শন করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকারী দল। এরমধ্যে ৩০ হাজার ১২৯টি স্থানে মশার প্রজননস্থল পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করে সেখানে কীটনাশক ছিটিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া সপ্তাহব্যাপী অভিযানে ২১০ স্থানে মিলেছে মশার লার্ভা।

(ঢাকাটাইমস/০৭মার্চ/কারই/জেবি)