উপসচিব হলেন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৪৩ | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৮:৩৭

বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে ১৪ জন প্রথম সচিব এবং একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে পদোন্নতি দেয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও যাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে তারা হলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, সংযুক্ত আরব আমিরাতের প্রথম সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, বাংলাদেশ হাই কমিশন ব্রুনাইয়ের প্রথম সচিব জিলাল হোসেন, বাংলাদেশ উপ হাইকমিশন ভারতের প্রথম সচিব মো. শামছুল আরিফ, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সংযুক্ত আরব আমিরাতের প্রথম সচিব মোহাম্মদ কাজী ফয়সাল, বাংলাদেশ দূতাবাস স্পেনের প্রথম সচিব (কনসাল) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, বাংলাদেশ দূতাবাস আমেরিকার প্রথম সচিব মুহাম্মদ আবদুল হাই মিলটন, বাংলাদেশ হাইকমিশন চীনের প্রথম সচিব (কমার্শিয়াল) মো. বজলুর রশীদ, বাংলাদেশ হাইকমিশন কানাডার প্রথম সচিব বেগম শারমিন সুলতানা, বাংলাদেশ দূতাবাস দক্ষিণ কোরিয়ার প্রথম সচিব বেগম মকিমা বেগম, বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রথম সচিব মো. ইকবাল আখতার, বাংলাদেশ দূতাবাস আবুধাবীর প্রথম সচিব মোছা: লুৎফুন নাহার নাজীম, বাংলাদেশ দূতাবাস লেবাননের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ার কাউন্সিলর মো. সাজেবুর রহমান এবং বাংলাদেশ হাইকমিশন অস্ট্রেলিয়ার প্রথম সচিব মো. সালাহউদ্দিন।

ঢাকাটাইমস/৭মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :