যমুনার পারের ‘মুজিব দর্শন’ শীর্ষক ম্যুরাল উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৯:০৩

মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে ‘মুজিব দর্শন’ শীর্ষক ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জের যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় এই ম্যুরালের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের আদলে যমুনা নদীর পারে মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে ‘মুজিব দর্শন’ শীর্ষক ম্যুরাল।

ম্যুরাল উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন- পানিসম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম, সিরাজগঞ্জ-৬ (বেলকুচি-চৌহালী) আসনের সাংসদ আব্দুল মমিন মণ্ডল ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে.এম হোসেন আলী হাসান।

অনুষ্ঠানে আরও ছিলেন- জেলা প্রশাসক ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওহেদ উদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৭মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :