টিকা নিয়েছেন ৩৮ লাখ, নিবন্ধন ৫০ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ২০:১৩
ফাইল ছবি

২৪ ঘণ্টায় দেশে করোনার প্রতিষেধক টিকা নিয়েছেন এক লাখের বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ইতিমধ্যে প্রায় ৩৮ লাখ মানুষ টিকা নিয়েছেন। টিকা নিতে আগ্রহী নিবন্ধনকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক লাখ সাত হাজার ২০০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এ সময়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৩ জনের।

এ পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন এবং নারী ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহণে ইচ্ছুক এমন নিবন্ধনকারীর সর্বমোট সংখ্যা ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মোট টিকাগ্রহণকারী ৩৭ লাখ হাজার ৩৫২ জনের মধ্যে- ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে আট লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহীতে চার লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে নয় হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে তিন হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৩৬৪ জন টিকা নিয়েছেন।

(ঢাকাটাইমস/০৭মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :