লিগে ঘরের মাঠে টানা ষষ্ঠ হার লিভারপুলের

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ১১:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হেরেই চলেছে লিভারপুল। সর্বশেষ রবিবার ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিভারপুলের এটি টানা ষষ্ঠ হার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ছয়টি ম্যাচ হারল ‘দ্য রেডস’রা।   

এই হারের পর ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে অষ্টম অবস্থানে আছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে ফুলহ্যাম। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এদিন ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে লিভারপুল। ৪৫তম মিনিটে মারিও লেমিনার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ৮০ম মিনিটে সাদিও মানে লিভারপুলকে সমতায় ফেরাতে পারতেন। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।

এই হারের পর জার্গেন ক্লপ বলেন, ‘জয়ী দল সবসময়ই সঠিক। আমার ছেলেরা জয়ের জন্যই খেলেছে। কিন্তু তারা যেভাবে খেলেছে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। আমরা গোল হজম করেছি। কিন্তু গোল করতে পারিনি। দিন শেষে ম্যাচ হেরে গিয়েছি।’

(ঢাকাটাইমস/৮ মার্চ/এসইউএল)